(Part-3) Tokenomics বা Token এর অর্থনীতি এর ধারনা !

 




আসসালামু আলাইকুম !

আজকে আমরা জানবো টোকেনমিক্স কি ?

ডিজিটাল কারেন্সী শিক্ষার ৩য় পর্বে আমরা জানবো একটা টোকেন বানানোর পর  সেটার supply/distribution নিয়ে আলোচনা !

টোকেনমিক্স হলো একটা token এর  কিভাবে তৈরী হয়,এটার ব্যবহার,এটার বন্টনপ্রক্রিয়া,ভবিষ্যতে এই টোকেনগুলো কিভাবে বন্টন হবে,কিভাবে এর সাপ্লাই কমানো হবে সেটা নিয়ে আলোচনা ! 

আপনি যদি আগের দুই পর্ব না পড়ে না থাকেন তাহলে দেখে নিন--


ডিজিটাল কারেন্সি শিক্ষা --( Part -1) ! How to find out information about a coin?


(Part-2) Token কি ও Token এর ব্যবহার



Tokenomics এর মুলত ৫ টা ভাগ থাকে 

 

  • Minting –  কিভাবে নতুন টোকেন তৈরী হয় !
  • allocation-কাদের জন্য  কত অংশ  করে এই টোকেন দেয়া হবে  !
  • Utility –  এই টোকেন এর ব্যবহার
  • Distribution –  কিভাবে এই টোকেনগুলো দেয়া হবে বিভিন্ন জায়গায় !
  • Vesting and release –  কিভাবে এই টোকেনগুলো সামনে আস্তে আস্তে সামনে ছাড়বে !
  • Token burns –  কিভাবে এই টোকেনগুলোর সাপ্লাই কমানো হবে  Token burn করে !

আজকে এই প্রত্যকটা ধারনার ব্যখা করবো !

আপনি কিভাবে একটা কয়েন/টোকেন এনালাইসিস করার জন্য টোকেনমিক্স এর তথ্য পাবেন এর জন্য ?

এর জন্য আপনাকে প্রত্যক প্রজেক্ট এর  website এর whitepaper/litepaper পড়তে হবে !

 

whitepaper: হোয়াইটপেপার হলো একটা ব্যবসার/প্রজেক্ট এর পুরো বর্ননা !এদের ব্যবসার সামনের পরিকল্পনা লেখা থাকে !
সেখানে Tokenmics  এর বর্ননা দেয়া থাকে !

 এখন আমরা উপরিউক্ত ধারনাগুলোর  বিস্তারিত ব্যখা জানবো!

Minting-minting হলো একটা ব্লকচেইনে কিভাবে নতুন কয়েন/টোকেন তৈরী হয় !

এটা মুলত হয় দুইভাবে

pow(proof of work)এটা  হলো  mining করে নতুন টোকেন বানানো !

pos(proof of stake) এটা হলো coin stake/lock রেখে সেটাকে দিয়ে নতুন টোকেন তৈরী করা!

Utility– এটা হলো এই টোকেনটা আসলে কি কাজে ব্যবহার হবে !

allocation-প্রজেক্ট বাজারে আসার সময় এটা বিভিন্ন অংশে সবাইকে  দেয়া হয় !

  1. public sale- টোকেনগুলো সাধারন ইনভেস্টর দের কাছে বিক্রি করা!

  2. community allocations-সাধারন পাব্লিকদের জন্য অংশ!

  3. insiders (core team, investors & company)- এটা হলো টিমের সদস্য,big investor দের জন্য !

Distribution-প্রত্যকটা কয়েনই এর একটা বন্টনপ্রক্রিয়া বা ভাগাভাগি এর সিস্টেম থাকে !

alllocationকরার পর distribution করা হয়ে থাকে ধাপে ধাপে ! 

যারা পায়


  • Builders- যারা এই প্রজেক্ট এর মুল ডেভেলপার তারা
  • Investors- যারা এই প্রজেক্ট এ ইনভেস্ট করে যেমন venture capital
  • Advisors-যারা এই প্রজেক্ট এর জন্য বিভিন্ন সহযোগিতা,পরামর্শ দেয়
  • Ecosystem- এখানে যাতে আরো বিভিন্ন প্রজেক্ট আসে সে জন্য তাদেরকে দেয়া হয়!
  • community- মানে retail বা সাধারন মানুষকে দেয়া হয় ! giveaways,referral এভাবে!
  • marketing-এটা দেয়া হয় বিভিন্ন influencer,media এদেরকে !  airdrop campaign ও করা হয় !

 

আরো অনেকের জন্য এই টোকেন এর সাপ্লাই এর ভাগ করে দেয়া হয় !

staking– এটা যারা ভবিষ্যতে reward পাওয়ার জন্য stake করে রাখে তাদের জন্য!

Vesting and release– কোন প্রজেক্টই চাবে না তার টোকেন সবাই ডাম্প/একেবারে সব সেল করে  দিক!
এতে price crash করবে ! এবং এতে কোম্পানীর সুনামে ক্ষতি হবে !তাই তারা ভাগ ভাগ করে দেয় !

এটা হলো উপরিক্ত বিভিন্ন list এ যারা আছে তাদেরকে দেয়ার সময়সীমা !তারা যাতে একেবারে বিক্রি করতে না পারে সেজন্য  !সাধারনত ৩-৪ বছর সময় থাকে !

Token burns- এই কাজটা করা হয় সাপ্লাই কমানোর জন্য ! token  burn করার জন্য সেই টোকেন একটা burner wallet  এ পাঠানো হয় যেটার কোন private key থাকে না অর্থ্যাৎ সেখানে পাঠালে আর কোনদিন ফেরত আসবে না !একবার সেখানে পাঠানো মানে permanently ধ্বংস করা!

যাতে সাপ্লাই কমে গিয়ে দাম/চাহিদা বাড়ে !

 

আপনাকে ইনভেস্ট করার আগে টোকেনমিক্স পড়ার পর এগুলো জানতে/বুঝতে হবে !

  • বর্তমানে কত কয়েন/টোকেন আছে?
  • সামনে কত টোকেন আসবে?
  • টোকেন এর মালিক কারা?

একটা টোকেন এর ভবিষ্যত দাম কেমন হতে পারে সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই সেই টোকেন/কয়েন নিয়ে পড়াশোনা/research করতে হবে!

যদি আপনি এই পোস্টের মাধ্যমে নতুন কিছু  শিখতে পেরেছেন !

ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য!







Rate This Article

Thanks for reading: (Part-3) Tokenomics বা Token এর অর্থনীতি এর ধারনা !, Stay tune to get latest Tips.

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.