(Part-2) Token কি ও Token এর ব্যবহার

 




আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন !

 

আজকে আপনাদের মাঝে  নতুন ব্লকচেইন Topic নিয়ে হাজির হলাম!


ডিজিটাল কারেন্সী শিক্ষা Part -2

 

  • আজকের বিষয়বস্তু Token  কি ও এর ব্যবহার !


আশাকরি পোস্ট পড়ার মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন!

 

প্রথমে আমরা জানবো crypto   বা   blockchain এর ভাষায়  token কি জিনিস!



A token is a digital asset that represents anything of value.

 

টোকেন হলো যেকোন digital সম্পদ যা দিয়ে কোন কিছুর দাম বোঝা যায় !

token কে currency বা বিনিময় মাধ্যম হিসেবে ও  reward হিসেবেও ব্যবহার করা হয় কোন নির্দিস্ট পন্য বা সেবা ব্যবহার করার জন্য!

 

যেমন ধরুন কোন অ্যাপে প্রতিদিন লগিন করলে ১০ টা টোকেন দেয়  ১০০ টোকেন এ ১ ডলার তাহলে এই টোকেন জমিয়ে ১০ দিন পর ১ ডলার বানিয়ে  withdraw করবেন !

 

এরকম এটাই হলো টোকেন প্রত্যক টা টোকেন $0.01 সমপরিমান currency ও reward হিসেবে কাজ করছে !

 

টোকেন এর ব্যবহার ঃ

 

এক টোকেন এর সাথে অন্য টোকেনকে swap  করা যায় ,fiat currency যেমন usd,euro এর সাথে বা অন্য কোন Digital asset এর সাথেও swap করা যায়!

তবে  কিছু টোকেন আপনার ওয়ালেটে থাকার  অর্থ এই না যে আপনি কোম্পনিটির মালিক বা revenue share হবে!তবে যেকোন টোকেন তার user কে কিছু সুযোগ সুবিধা দেয় !

 

আপনার ওয়ালেটে টোকেন থাকলে সেটা ব্যবহার করে অনলাইন প্রডাক্ট বা সার্ভিস নিতে পারবেন !

 

Token কিভাবে তৈরী হয়?কে

টোকেন ethreum বা অন্য blockchain এ smart contract  programming করে বানানো  হয়!

 

Token এর প্রকারভেদ !

নিচে token এর  কয়েকটি  প্রকারের list  দেয়া হলো!

  • Utility
  • Payment Tokens
  • Security Tokens
  • Commodity Tokens
  • Non-Fungible Tokens
  • Privacy Tokens








Utility

 

utility token এর সহজ ব্যাখা হলো যেকোন coupon বা  voucher

একটা utility token আপনাকে যেকোন নির্দিস্ট service বা পন্যকে ব্যবহার করার সুবিধা দেয়!

যেমনঃ bnb টোকেন এটা দিয়ে আপনি binance এ trade করার সময় ২৫% trading fee ছাড় পাবেন।

আরো এমন টোকেন হলোঃ

Manta (MANTA)

Celestia (TIA)

Decentraland (MANA)

ApeCoin (APE)

Binance Coin (BNB)

Polygon (MATIC)

Chainlink (LINK)

Enjin (ENJ)

Payment Tokens

 

পেমেন্ট টোকেন কোন নির্দিস্ট কিছু কেনার সময়   সেটার   currency হিসেবে কাজ করে যেমনঃusdt,bnb,trx  এসব !

 

security

security token কে বলা হয় কোন নির্দিস্ট সম্পদ এর মালিকানা বোঝায় তবে ব্যবহার করার অধিকার বোঝায় না !

security token বলতে share, real estate এবং  bond কেও বোঝায় !

তারা বাস্তব দুনিয়ার asset  এর মতোই

তবে মালিকানার প্রক্রিয়াটা কাগজে বা সার্টিফিকেট আকারে না হয়ে বরং সেটা হয় token এর মাধ্যমে  blockchain এর মাধ্যমে !

 

Commodity Tokens

 

commodity token হলো বাস্তব দুনিয়ার সম্পদকে বোঝায় যেমন

  • দামী ধাতু  সোনা,রুপা,তামা
  • স্টক বা শেয়ার
  • বন্ড
  • real estate জমি বিল্ডিং

 

এই টোকেনগুলো হলো এই সম্পদগুলোর বাস্তব দুনিয়ায় থেকে ডিজিটাল বা ব্লকচেইন দুনিয়ার আসা কেনাবেচার মাধ্যম !

যেমন PaxG,Tsla!

NFT

NFT এখন খুব জনপ্রিয় বেশ কয়েক বছর ধরে !

 

Nonfungible এর অর্থ হলো এই একই রকম জিনিস আরেকটা তে swap বা exchange হবে না !

NFT হলো একধরনের ডিজিটাল সম্পদ যেটা যেকোন আর্ট বা শিল্প যেমন ছবি,ভিডিও,গেমের আইটেম এসব !

এগুলো ওয়ালেট দিয়েই কেনাবেচা করতে হয় NFT এর মুল বিষয় হলো এর supply scarcity !

মানে যেটার বাজারে যত কম থাকবে সেটার দাম তত কম !

Rare বা limited edition হতে হবে !

 

Privacy Tokens

 

Privacy Tokens হলো এমন সব টোকেন যেসব টোকেনগুলো ব্লকচেইনে transaction বা লেনদেন   hide বা গোপন করতে  use করা হয় !এই কোম্পানিগুলোর কাজ  হলো লেনদেন কে করছে কাকে টাকা দিচ্ছে সেসব গোপন করা !

আপনি যদি না চান যে কেউ লেনদেন এর মুল তথ্য না জানুক তাহলে এগুলো অনেক কাজের !

 

যেমনঃ monero,zcash,tornado cash torn !

 

আশাকরি  আপনি এই পোস্ট পড়ে নতুন কিছু শিখতে পেরেছেন !

ধন্যবাদ !

Rate This Article

Thanks for reading: (Part-2) Token কি ও Token এর ব্যবহার, Stay tune to get latest Tips.

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.