Mobile Phone থেকে বিরক্তিকর বিজ্ঞাপন (add) বন্ধ করার উপায়

Mobile Phone থেকে বিরক্তিকর বিজ্ঞাপন (add) বন্ধ করার উপায়
মোবাইল ব্যবহার করতে করতে হঠাৎ হঠাৎ যে বিজ্ঞাপন (Ads) আসে,  এটা আসলেই অনেক বিরক্তিকর। ‎বিশেষ করে ফ্রি গেম খেললে বা ফ্রি অ্যাপ ব্যবহার করলে তো একেবারে মেজাজ গরম হয়ে যায়। 😑  ‎আমি কয়েকটা জিনিস নিজের ফোনে করে দেখেছি, কাজ করেছে।  তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ‎   ‎ ‎ ‎🔹 ১. গুগল সেটিংস ঘেঁটে দেখো ‎  ‎ 👉 Settings ➝ Google ➝ Ads ➝ Opt out of Ads Personalization অন করে দাও।  ‎ এতে করে গুগল তোমার সার্চ বা ব্রাউজিং হিস্ট্রি ফলো করে বিজ্ঞাপন দেখানো বন্ধ করবে। ‎ ‎ ‎  ‎ 🔹 ২. অ্যাপ পারমিশন ও নোটিফিকেশন চেক করো ‎ ‎অনেক ফ্রি অ্যাপ নিজের ইচ্ছামতো বিজ্ঞাপন দেখায়।  ‎ 👉 Settings ➝ Apps ➝ গিয়ে ওই অ্যাপগুলোর Notification বন্ধ করে দাও।  ‎ 👉 আর চাইলে Settings ➝ Notifications ➝ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সরিয়ে দিতে পারো।  🔹 ৩. ব্রাউজারে বিজ্ঞাপন ব্লক ‎ ‎Chrome Browser ➝ Settings ➝ Site Settings ➝ ‎✔️ Pop-ups and redirects ➝ Block ‎✔️ Ads ➝ Block ‎   ‎ আমি চাইলে মাঝে মাঝে AdGuard / Blokada এর মতো অ্যাপও ব্যবহার করি।  এগুলো ব্রাউজ + অ্যাপের অনেক বিজ্ঞাপন ফিল্টার করে দেয়। ‎  ‎ 🔹 ৪. Play Store বিজ…