মোবাইল ব্যবহার করতে করতে হঠাৎ হঠাৎ যে বিজ্ঞাপন (Ads) আসে,
এটা আসলেই অনেক বিরক্তিকর।
বিশেষ করে ফ্রি গেম খেললে বা ফ্রি অ্যাপ ব্যবহার করলে তো একেবারে মেজাজ গরম হয়ে যায়। 😑
আমি কয়েকটা জিনিস নিজের ফোনে করে দেখেছি, কাজ করেছে।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
🔹 ১. গুগল সেটিংস ঘেঁটে দেখো
👉 Settings ➝ Google ➝ Ads ➝ Opt out of Ads Personalization অন করে দাও।
এতে করে গুগল তোমার সার্চ বা ব্রাউজিং হিস্ট্রি ফলো করে বিজ্ঞাপন দেখানো বন্ধ করবে।
🔹 ২. অ্যাপ পারমিশন ও নোটিফিকেশন চেক করো
অনেক ফ্রি অ্যাপ নিজের ইচ্ছামতো বিজ্ঞাপন দেখায়।
👉 Settings ➝ Apps ➝ গিয়ে ওই অ্যাপগুলোর Notification বন্ধ করে দাও।
👉 আর চাইলে Settings ➝ Notifications ➝ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সরিয়ে দিতে পারো।
🔹 ৩. ব্রাউজারে বিজ্ঞাপন ব্লক
Chrome Browser ➝ Settings ➝ Site Settings ➝
✔️ Pop-ups and redirects ➝ Block
✔️ Ads ➝ Block
আমি চাইলে মাঝে মাঝে AdGuard / Blokada এর মতো অ্যাপও ব্যবহার করি।
এগুলো ব্রাউজ + অ্যাপের অনেক বিজ্ঞাপন ফিল্টার করে দেয়।
🔹 ৪. Play Store বিজ্ঞাপন
Play Store ➝ Profile ➝ Settings ➝ General ➝ Ads ➝ Opt out of ads personalization
অ্যাপ ইনস্টল করার আগে Review দেখে নামাও।
না হলে বেশি Ads ঝামেলা করবে।
🔹 ৫. শর্টকাট টিপস
✈️ Airplane Mode অন করলে সব বিজ্ঞাপন কেটে যাবে (কারণ ইন্টারনেট থাকবে না)।
🔄 মাঝে মাঝে Factory Reset দিলে লুকানো অ্যাপ + বিজ্ঞাপনও হাওয়া হয়ে যাবে।
🧹 Cleaner App দিলে ক্যাশ + junk ফাইল মুছে অনেক ad কমে যাবে।
আমি এগুলো নিজের ফোনে ট্রাই করেছি, কাজ হয়েছে।
তুমিও করে দেখো। আশা করি বিজ্ঞাপন অনেকটাই কমে যাবে।
👉 মনে রেখো—ফ্রি কিছু পেলে বুঝবে, তুমি-ই আসল প্রডাক্ট।
ধন্যবাদ 💙
