(Part-19) How to use Coinmarketcal --। free tools!

(Part-19) How to use Coinmarketcal --। free tools!
আসসালামু আলাইকুম! আজকের পর্বে আমরা জানবো একটা basic free tools! নাম coinmarketcal ! Coinmarketcal এমন একটা site যেখানে একটা coin এর বিভিন্ন event দেখা যায়। ভবিষ্যতে কি কি event আসতে চলেছে সেসব। এখানে কিছু contributors থাকে তারাই বিভিন্ন source থেকে খবর এনে upload করে এবং সেটাই coinmarketcal list আকারে দেখায়। এটা খুবই কাজের টুলস! এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ১)কিভাবে একটা coin এর Event বের করতে হয়। ২) কোন কোন Event গুলো significant বা coin এর price বাড়াতে পারে। ৩) এটার ব্যবহার। সকলকে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। এবং আমার ছোট টেলিগ্রাম চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো। প্রথমে visit করুন  coinmarketcal.com এখানে visit করলে random বিভিন্ন coin এর event দেখতে পাবেন। তবে নির্দিষ্ট coin কে Filter করার জন্য আপনার দরকার হবে Search করা৷ এখানে বিভিন্ন parameters set করে filter করা যায় । এজন্য আপনার দরকার হবে date দিয়ে filter করা। যেহেতু past event গুলোর মুল্য নেই।