(Part-17) etherscan এর ব্যবহার।

(Part-17) etherscan এর ব্যবহার।
আসসালামু আলাইকুম। আজকের পর্বে আলোচনা করবো খুব জনপ্রিয় একটা blockchain explorer Etherscan এর ব্যবহার। আগের পর্বগুলোতে বিভিন্ন সেরা সেরা টুলস এর সংক্ষিপ্ত আলোচনা করেছি। etherscan কি? Etherscan মুলত Ethreum এর জন্য একটা blockchain এক্সপ্লোরার Etherscan এর ব্যবহার! এই ethreum এ যত লেনদেন/transaction হয় ও যত wallet আছে এবং token/nft আছে সব আপনি এই tools দিয়েই সেসবের তথ্য বের করতে পারবেন৷ etherscan কে mother of all blockchain explorers ও বলা হয়। Etherscan Tutorial : প্রথমে  etherscan.io   site এ যেতে হবে। এরপর আপনার নিজের wallet বা যেকোন token বা nft এর নাম লিখে search দিতে হবে। আমি একটা address লিখে search দিচ্ছি। যেমন fujiscan.eth এটা লেখলে সেই wallet এর address সামনে চলে আসবে। এখন আমরা এই wallet এর ব্যালান্স দেখতে পাচ্ছি।