(Part-14} What is on-chain Analysis ?

(Part-14} What is on-chain Analysis ?
আসসালামু  আলাইকুম ! ডিজিটাল কারেন্সী শিক্ষার আজকের ১৪ নং  আমরা জানবো on-chain  নিয়ে ! crypto বা ব্লকচেইনে transaction মুলত দুই ধরনের। আজকে আমরা দুই ধরনের লেনদেন সম্পর্কে জানবো। on-chain বলতে ব্লকচেইনের সেসব লেনদেন বোঝায় যেগুলো সরাসরি নিজস্ব  ব্লকচেইনে হয়। যেগুলো তুলনামুলক বেশি secure হয় এবং লেনদেনগুলো দেখা যায়। যেমন ethreum,bitcoin etc! on-chain লেনদেনগুলো তুলনামুলক বেশি fee ও লেনদেন করতে সময় বেশি লাগে। উদাহরণবশত আপনি নিজের এড্রেস থেকে অন্যর এড্রেস এ 1 eth পাঠালেন এটা হলো on-chain! Off-chain: off chain লেনদেন হলো এমন লেনদেন যেখানে তুলনামুলক কম ফি দিয়ে এবং তাড়াতাড়ি লেনদেন করা যায় মেইন ব্লকচেইনের সাথে। এখানে ফি কম ও লেনদেন খুব তাড়াতাড়ি করা যায়। তবে তুলনামুলক ভাবে  কম security! on-chain এ লেনদেন করার সময় মেইন ব্লকচেইনে কোন মধ্যস্ততাকারী ছাড়াই লেনদেন করা যায়। যেমন binance p2p,arbitrum এসব। তবে off-chain এর জন্য  একটা তৃতীয় পক্ষ সেটা যেকোন প্রতিষ্ঠান বা ব্লকচেইনে অথবা পেমেন্ট গেটওয়ে লাগে। যেমন আপনি binance এ usdt/eth/btc যেকোন পরিমান আপনার বন্ধুকে instant p2p এর মাধ্যমে পাঠালেন। এটাই off-chain transaction! ত…