(Part-13) ico,ido ও team member পরিচিতি !

(Part-13) ico,ido ও team member পরিচিতি !
আসসালামু আলাইকুম ! আজকে ডিজিটাল কারেন্সী শিক্ষার পর্ব ১৩ তে আমরা জানবো ico,ido ও team member নিয়ে ! আগের পর্বগুলোতে আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে জেনেছি ! আজকে আমরা জানবো  ফান্ডামেন্টাল এনালাইসিস এর গুরুত্বপুর্ন অংশ team member নিয়ে team member খুব সহজে দেখা যায় ! যেকোন  coin বা project  এর  website বা linkedin  এ গিয়ে  search দিলে সেটা খুব সহজে পাওয়া যায় ! team member  এর ক্ষেত্রে কি দেখা প্রয়োজন ? আপনাকে অবশ্যই দেখতে হবে  এর  founder,ceo, manager  এরা যথেস্ট competent  কিনা বা দক্ষ কিনা ! সেটা বুঝতে হলে  আপনাকে তাদের linkedin  দেখতে হবে ! সেখানে তাদের ব্যাপারে সব  professonal details পেয়ে যাবেন ! যদি দেখেন তাদের  website বা  linkedin এ কোন তথ্য নেই তাহলে এটা একটা risk   ! তারা যদি নিজের profession  ব্যাপারে সব তথ্য coin এর website এ দিয়ে থাকে তার অর্থ এরা তুলনামুলক সৎ এবং  scam করার risk অনেক কম ! কারন এতে তার জেলে যাওয়ার রিস্ক বেশি ! এরপর আসি  ido ও ico নিয়ে ! IDO এর অর্থ হলো (Initial dex offering) কোন  project  যদি তাদের  coin/token কোন  dex  দিয়ে তাদের   launch করে থাকে সেটা বোঝায় ! যেমন: abc…