সাবধান! যদি আপনার কম্পিউটার এ RDP চালু থাকে, তাহলে আপনি বড় ঝুঁকিতে আছেন!

সাবধান! যদি আপনার কম্পিউটার এ RDP চালু থাকে, তাহলে আপনি বড় ঝুঁকিতে আছেন!
সাবধান! যদি আপনার কম্পিউটার এ RDP চালু থাকে, তাহলে আপনি বড় ঝুঁকিতে আছেন! 😱 বহু সংখ্যক আক্রমণকারী (BotNet) কম্পিউটারকে একত্রে করে ইন্টারনেট এ কানেক্টেড থাকা কম্পিউটার এর মধ্যে থেকে RDP সার্ভার ওপেন থাকা খুজে খুঁজে বের করে, সে সকল কম্পিউটার এ প্রবেশ করার চেষ্টা করে — এবং সফল হলে পুরো নেটওয়ার্কই নিজের কন্ট্রল এ নিচ্ছে। 💻 RDP কি? RDP (Remote Desktop Protocol) হল এক ধরনের সার্ভিস যা আপনাকে আপনার কম্পিউটার কে অন্য কোনো কম্পিউটারের মাধ্যমে দূর থেকে ব্যবহার এর সুযোগ দেয় — মানে আপনার অফিস/হোম সার্ভার বা পিসি অন্য কোনো জায়গা থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত এটি প্রশাসনিক কাজ, রিমোট সাপোর্ট, সার্ভার মেইনটেন্যান্সের জন্য ব্যবহৃত হয়। (প্রচলিত পোর্ট: 3389) কেন এখন ঝুঁকি বাড়ছে? হ্যাকাররা কী করছে — সহজ ভাষায়: বোটনেট স্ক্যানিং ও ক্র্যাকিং: BoTNet এর মাধ্যমে মাল্টিপল কম্পিউটার একত্রে ইন্টারনেট স্ক্যান করে RDP চালু থাকা মেশিন খুঁজে বের করে। তারপর স্বয়ংক্রিয় টুল দিয়ে তাতে আক্রমন করে।