(Part-10) কিভাবে প্রজেক্ট এর ব্যবসার মডেল বুঝবেন ?

(Part-10) কিভাবে প্রজেক্ট এর ব্যবসার মডেল বুঝবেন ?
আসসালামু আলাইকুম ! দেখতে দেখতে আমরা ডিজিটাল কারেন্সী শিক্ষার 10 পর্বে চলে এসেছি ! আগের পর্বে আলোচনা করেছি ফান্ডামেন্টাল এনালাইসিস এর পরিচিতি নিয়ে  আজকে আলোচনা করবো একটা প্রজেক্ট এর ব্যবসার মডেল কিভাবে বের করতে হয় ? আগের পোস্টে উল্লেখ করেছি Project Metrics এখানে দেখা হয় এই প্রজেক্ট এর বিভিন্ন ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার মডেল, টিম মেম্বার দের এনালাইসিস,roadmap সামনে যেসব আপডেট আসবে সেসব, আরো অনেক জিনিস দেখতে হয় ! প্রজেক্ট এর সব তথ্য মুলত দেয়া থাকে twitter(x) ও website এ! এরপর থাকে whitepaper  এ ! আজকে জানবো আমাদের কি দেখতে হবে ! কোনটা ভালো এবং কোনটা মন্দ এসব ! প্রজেক্ট বাছাই করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে trend বা  narrative খুজে বের  করতে হবে ! এখন জানবো এখনকার সবচেয়ে trend এ কি কি আছে ! AI bitcoin layer 2 brc20 depin rwa privacy security নির্দিস্ট ব্লকচেইন এর hype যেমন solana,the open network(TON),avalance ! এসব এর খুব hype চলছে ! আমাদের এসব থেকেই যেকোন একটা প্রজেক্ট choice করতে হবে ! আমি এখন থেকে আগে ভালো প্রজেক্ট হওয়ার criteria  জেনে নিই ! ১) প্রথমে দেখতে হবে এটার ব্যবসার মডেল কি ? এটা আসলে কি  v…