হিদায়াতের এক বাস্তব - গল্প

হিদায়াতের এক বাস্তব - গল্প
হিদায়াতের বাস্তব গল্প যখন আমার স্ত্রী আমাদের প্রথম সন্তানের জন্ম দেয়,তখন আমার বয়স ৩০ এর বেশি নয়। সেই রাতটির কথা আজো আমার মনে আছে। প্রতিদিনকার অভ্যাসমত, অই রাতটির পুরো সময় আমি বাইরেই কাটিয়েছি আমার বন্ধুদের নিয়ে। পুরো রাত কাটে গল্পে,আড্ডায় এবং লোকজনকে উপহাস করে। আমি ছিলাম তেমনই একজন, যারা মানুষকে হাসাতে পারতো। আমি অন্যদের নিয়ে উপহাস করতাম,ঠাট্টা করতাম,আর আমার বন্ধুরা এসব দেখে শুধুই হাসতো। সেই রাতে আমি বুঝতে পারলাম, আমি তাদেরকে প্রচুর হাসাতে পারি। মানুষকে নকল করার অসাধারন এক ক্ষমতা আমার ছিলো। কারো স্বর নকল করে তাকে উত্যক্ত করতে পারতাম। আমার এই ঠাট্টা – মশকারি থেকে কেউই রেহাই পাচ্ছিলোনা, এমনকি আমার বন্ধুরাও না। আমার এসব ঠাট্টা থেকে বাঁচার জন্য তাদের কেউ কেউ আমাকে তখন এড়িয়ে চলছিলো। আমি এখনও মনে করতে পারি, সে রাতে আমি একজন অন্ধ ভিক্ষুককে নিয়ে ঠাট্টা করেছিলাম যে মার্কেটের রাস্তার ধারে ভিক্ষা করছিলো। সেটা ছিল খুব শোচনীয়! সে যখন অন্ধকারে আসছিলো, আমি তখন তার সামনে আমার পা বসিয়ে দিলাম। সে ধপাস করে মাটিতে পড়ে গেলো এবং চারদিকে মাথা ঘুরিয়ে দেখছিলো কে তাকে ল্যাঙ মেরে মাটিতে ফেলে দিলো।কিন্ত সে কিছুই বলতে প…